二维码
tedobblog 的头像

tedobblog

আমি মোহাইমিন আল মোহিদ। আমার ১২ বছর হবার আগেই চিটাগাং, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট সহ বিভিন্ন জেলা ঘুরেছি আব্বার সাথে। হয়তো তখন থেকেই ভালোবেসে ফেলেছি ঘুরাঘুরিকে। আমি কম টাকাতে ঘুরি কারণ জমিদারি ভাবে ঘুরলে আমার পরবর্তী ট্যুর দিতে সমস্যা হয়ে যায়। এছাড়া আমি ছবি তুলতে এবং মুভি দেখতে ভালোবাসি। এই সাইটটি খোলার পিছনে প্রধান কারণ হচ্ছে সখ। যখন ঘুরতে যাবো, যখন কোন অসাধারণ বই পড়বো, যখন কোন মাস্টারপিস মুভি দেখবো তখন সেগুলো নিয়ে কিছু একটা লিখবো। হয়তো কারো কাজে আসবে, হয়তো আসবে না।